Thursday, February 1, 2024

আর প্যাকনা হইরয়েন না

(মে) আর প্যাকনা হইরয়েন না
আমমের লগে কোনদিনো মুই কতা কমুনা
(ছে) আরে গোস্যা হরিস না
তুইযে মোর জানের জান হেইয়া ভুইল্লা যাইস না।।
 
(মে) কতা দিয়া কতা আমমে রাকতে জানেন না
(ছে) হেই লইগ্গা কি তোরে মুই ঘরে আনমু না।
বইন্যায় গেছে পানের বরজ নাইলে দেকতি কেমন গরজ
শাড়ি গয়না আলতা ছোনো কেনতে দেরী হরতাম না।।
 
(ছে) তুই হইলে ঘরের বউ মোর কি বাহার দেহাইবে
(মে) বাজানে হোনলে হাউসের কাডাল কেউন্নাইয়া পাহাইবে।
 
(মে) বাজানে বোলে কোম্মে মোরে দেবে জানি বিয়া
(ছে) হেইয়ার আগে তোরে মুই আনমু ছুডাইয়া
হোম্মে আছে ধানের খোন্দো নাইলে থুমু জমি বন্দক
যেম্মে পারি হরমু বিয়া এত কাচা ভাবিস না।।

(মে) আমমের লগে কোনদিনো মুই গোস্বা হরমু না
(ছে) তুইযে মোর জানের জান হেইয়া ভুইল্লা যাইস না।।

No comments:

Post a Comment