Wednesday, March 13, 2019

কের্তনখোলার মাঝি ভাই মুই কাউয়ার চরে বাড়ি

কের্তনখোলার মাঝি ভাই মুই কাউয়ার চরে বাড়ি
মোর বাফের নামডা কালুমাঝি
মায়ের নাম আলহে পরি।।

এই নদীতে খেওয়া বাইছে মোর বাপ দাদায়
ছয় বছর বয়সে মোরে খেওয়ায় উডাইছে বাবায়
আইজো ঝড় বইন্না মাতায় লইয়া নদীডা দেই পাড়ি।।

মোর বাপ দাদারে খাইছে গিল্লা কির্তন খোলার পানি
মোরেও একদিন খাইবে গিল্লা হেইডাও মুই জানি
মোর মাইয়া পোলায় এতিম অইবে বউডা হইরো ঢ়াড়ি।।

এই নদীডায় বানছে মোরে ভালোবাসা দিয়া
হেইরলইগ্গা থাকতে পারিনা ঘরের মইদ্দে হুইয়া
আমনেরাই কন বাপ দাদার কাম মুইকি ছাড়তে পারি।।



কথা ও সুর: নুরুল আমিন চৌধুরী।

https://www.youtube.com/watch?v=zk8wkakK6OA