Saturday, September 24, 2016

মোগো ভালবাসার রোং লাগজে

মোগো ভালবাসার রোং লাগজে দেক তোর গায়
হেই লইগ্গা তোরে এত সুন্দার দেহায়
ঘসলে সাবানে ওডেনা এ রোং ওডে না ছোডায়
বেশী ডলাডলি হরলে এ রোং আরো পোক্ত হয়।।

উপরআলায়  হাতে সময় লইয়া বানাইছে কি সুন্দার তোরে
হেই লইগ্গা চান সুরুজ ও মারছে হার তোর রূপের ধারে
মোগো দেলের রং মুন্দিতে দেক পিষসা হরছি লাল
হেই রোঙ্গে তোর রুপের মহল হইছে রং মহল
ওরে পিরিতের এ রোং ওডেনা হাডে
আরে বিয়ায় না টাহায়।।

হায় রঙ্গিলা তোর রুপের ছটায় দিওয়ানা কত নাগর রে
লাগজে এ রং ধোপার গায় ধোপায় বিছরায় এহন ধোপিরে
ওরে রংধনুর রং এ নাই এ রং দোলের রং এ নাই
ফালগুনের মেলা যে মোনে রং এর হোম্মে ঠাহর পাই
ওরে গুন জ্ঞান প্রেমে রাঙে যে মন
এ রোং মেলে হেই জায়গায়।।

কথাঃ বশিরুল হক বাদল
সুরঃ বশিরুল হক বাদল

হাজো মাইয়া হাজো গো

হাজো মাইয়া হাজো গো বিয়ার হাজন হাজো গো
আইতে আছে পালহি লইয়া ভিনদ্যাশের নাগর গো।।

কাচা হলদি মাহো মাইয়া সোনার এই অঙ্গে
হাতের তারা রঙ্গিন হরো মুন্দির রোঙ্গে
কাজল লতার কালি পর চান্দের নাহান খোপা হর
তোমার জামাই কইবে দেইখ্যা কি সুন্দার বাহার গো।।

কাইন্দো না কাইন্দো না কন্যা হউর বাড়ি যাও
স্বামীর আদরেতে থাইক্কো দোয়া চাইয়া লও।

হাতে পর বালা চুড়ি নোলক পর নাহেতে
গলায় পর আসলি হার গো দুল পর কানেতে
মাজায় বিছা পায়ে মল অঙ্গ হইবো ঝলমল
তোমার মর্দ কইবে কইবে দেইখ্যা কি সুন্দার দেহায় গো।।

কথাঃ পংকজ কর্মকার
সুরঃ বশিরুল হক বাদল

ভাবীসাপ কইছে মোরো বিয়া হরাইবে

D#

ভাবীসাপ কইছে মোরো বিয়া হরাইবে
সোনার বরন আনবে মাইয়া হলক বোলে ছড়াইবে।।

আ-- ম্ইু বিয়া হরমু না কইছি হ্যারে ঠিক
যদি না দেয় মাইয়ার বাফে ঘরি টিক টিক
আর টাহা নগদ দশ হাজার মোনা দানা গলার হার
ছাতি লাডি রেডিও আর মোরে দেওয়া লাগবে টেপ রেকর্ডার
মাইয়ার রূপে ভরবে না মোন এইগুলায় ভরবে।।

মোর আর কিছু চাওয়ার নাই কোর্তা পেরন ল্যাপ তোষক
খাট পালং আর টিনের বাস্ক আওয়া যাওয়ার ভাড়া ভাই
এইগুলাতো এমনেই পাই।

আ-- ম্ইায়ার চুলে মেঘের রং আর ঠোডের হাসি মধু
এইসব কতা কইয়া ভুলায় পাইছে মোরে গেদু
মোর কতা ছাপ ছাপ হইবেনা একটুও মাপ
এহোনো  বাহি রইছে মোর জোতার মাপ
এর কোমে বিয়া হরলে ইজ্জাত থাহে না
আসল কতা মাইয়া মোর পছন্দ হয়না
দেনা পাওনায় হরলে দেরী তারিখ খালি ঘোরবে।।

কথাঃ অসিত দাস
সুরঃ বশিরুল হক বাদল

মোরা নদীর দ্যাশের

মোরা নদীর দ্যাশের মানু ভাইরে নদীর ই গান গাই
মোগা মত এত নদী কোন জেলায় নাই।।

আইতে নদী যাইতে নদী এইনা বরিশাল
ঢেউয়ে ঢেউয়ে কের্তন খোলা যায় হুনাইয়া গান
বিষখালি আর তেতুলিয়া মোগো গর্ব ভাই।।

কিযে মিডা নাম পায়রা পান্ডব ইলশা সুগন্ধা
আরে পরান রে কই ও পরানডা নদী হইয়া যা।

জীবন নদী পরান নদী এইডা বুজজি সার
হাজার নদীর লাই¹া মোরা শশ্যেরই ভান্ডার
ধানশিড়ি আর কাজল নদীর রুপেতে হাড়াই।।

কথাঃ অসিত দাস
সুরঃ বশিরুল হক বাদল

দুই হতিনে

D#

দুই হতিনে ঝগরা হইরয়া স্বামীর ধারে বিচার চায়
এফির স্বামী পরছে জম্মের দায়।।

ছোড বউ কয় বেইন্নাহালে বুক ভাসাইয়া চোহের জলে
নেত্য নেত্য মোর বাসুনে ভাত বাইরয়া খায়
মোর জোতা দিয়া পায় এইবাড়ি ওই বাড়ি যায়
মুই কোন কাম জানিনা বাড়ি বাড়ি কুনাম গায় ।।

পচিশ বৎছর এই ঘরেতে খাইড্ডা মরছি দিনে রাইতে
ঘর হাজাইছি নিজের হাতে বড় বউ কয়
ঘরে পাইয়া মাগনা সালিশ আগে আগে হরো নালিশ
উচিত বিচার হইরয়েন এফির ধরি আমহের দুইডা পায় ।।

স্বামী তহন কি আর হরে ধারে ডাইক্কা দুই বউয়েরে
আস্তে আস্তে বুজাইয়া কয়
হোন দ্যাহা হুনা হরতে এইসব এলহার পক্ষে হয়না সোম্ভাব
উচিত বিচার হরতে হইলে আর এক বউ আনতে হয়
হতিনরা এহন পরছে জম্মের দায়----।।

কের্তনখোলা আইতে যাইতে F

F
কের্তনখোলা আইতে যাইতে চারিদিহে বিল খাল
আলহে নাম চন্দ্রদ্বীপ হইছে এহন বরিশাল
বরিশালের মানু মোরা কেউর আগে পিছে নাই
বাপ দাদার ভুই জমি মোরা চইয়া রুইয়া খাই
মোগা কোন কিছুর অভাব নাই মোরা কেউর
আগে পিছে নাই।।

ঝর তুফানের লীলাভুমি মোগো বরিশাল
তবু দেলে দেলে বুনি মোরা প্রেম পিরিতির জাল
কেউর তাবেদারির ধার ধারিনা মোরা
নিজের মনে মনে রই।।

হাজের কালে কামের শ্যাষে চলে গপ্প পুতি জারি
হোম্মে লইয়া ডাবরে হাদা পান চুন সুবারি
চলে গান গুনাইবিবি আরো চলে রয়ানী কের্তন।

মোগো জেলার মাইয়া সুন্দর পোলা সুন্দর  ভাই
হেই লইগ্গা রায়বার পাডায় হগোল জেলার মানে
মোগো লগে পাতাইতে বেয়াই
হতিনের ঘর করেনা মোগো বুইনেরা
আর মোরও থাহিনা কেউর ঘরজামাই।।

কথাঃ বশিরুল হক বাদল
সুরঃ বশিরুল হক বাদল

মোগো মেজাজ বোলে কড়া

D#
মোগো মেজাজ বোলে কড়া হগল জেলার মানে কয়
মোগো মেজাজ নাহি গরম আরে বেবাক্কে মিল্লা কয়
তবু আদর আস্তিক ভালই  জানি কতা হেইডা মিথ্যা নয়।।

নদীর দেশে জম্ম মোগো বইন্না ছোডে নেত্য
নেয় ভাসাইয়া যে ডুক আছে মোগো বাপ দাদার বেত্য
তবু সাহোস হইরয়া বাইচ্চা থাহি নাইকো মোগো ডর ভয়।।

মোগো আতাল ভরা গরু ছাগল গোলা ভরা ধান
উডান ভরা হাস মুরহা আর বর ভরা পান
হুনি কবি জারি ভাটিয়ালি নেত্য মিষ্টি মধুর গান।

মোরা যারে ভাল ঠেহি কইলজা হালাই দিয়া
দোষের মধ্যে মানে কয় মোরা বেশী হরি বিয়া
আর খামাহা কেউ হরলে বিবদ রক্ত মোগো গরম হয়।।


কথাঃ অসিত দাস
সুরঃ বশিরুল হক বাদল

https://www.youtube.com/watch?v=RLIPCGLM-vw

ধান কাডিরে ধান কাডি

D#

ধান কাডিরে ধান কাডি (মোরা)
চারি দিহে পাহা ধান হেইতে মোগো মোহে গান
কোম্মে আছে মোগ মতন এমন সোনার মাডিরে।।

পাহা ধানের আডি বাইন্দা ভরমু এফির গোলা
হেইয়ার পান্নে দানে দানে ভইরয়া আছে কোলা
ব্যামাক ঘরে দেকমু এফির ভরা দুদের বাডিরে।।

নয়া ধানের নবান্ন হইবে এফির ভালো
যাত্রা জারির আসর জমবে নাচপে চোহে আলো।

বউয়ের লই¹া টিয়া হাড়ি এইফির কিন্না দিমু
মাইয়া গোলার কোর্তা পেন্টুল এফির কিন্না নিমু
আরো কিনমু আলতা ছোনো পাউঠার সহের হিতল পাডি রে।।

কথাঃ অসিত দাস
সুরঃ বশিরুল হক বাদল

ও ঢেহি তোরে

D#

ও ঢেহি তোরে দেছে ছোয়া নয়া বউর পাও দুহান
হেইতে কি তোর মোহে ফোডে ক্যাররোত কোররোত গান।।

ও ঢেহি তোর জম্ম মিছা নয় নয়া বউর পায়ের ছোয়ায় তুই যে ছন্দময়
আলতা রাঙ্গা ঠোডের হাসি দেইক্কা কি তুই ভাঙ্গবি হুদা ধান।।

নয়া বউর চোহে নাছে সোনার সপ্ন মেলা
হেই সপ্ন লইয়া ধান বানতে হরলি রসের খেলা
কেউ দেকলে পরে নয়া বউর যাইবেরে জাইত মান।।

ও ঢেহি তোর গানের মিডা সুর
তোর গানেতে নাইচ্চা ওডে পরান নয়া বউর
হাতের কাহন তোরে হুনায় ভালবাসার দিল ভুলাইন্না তান।।

কথাঃ অসিত দাস
সুরঃ বশিরুল হক বাদল

কানামাছি ভো ভো

D#

ছোডকালে দিছিলি কতা মিলবি যৌবনে
যৌবনে আইয়া ঘোমডার মইদ্দে তুই রইলি কেমনে
ঘোমডা সরাইয়া মোর লগে মেল দিনের হলকে
নাইলে ঘোমডার আবডালে মোরে জড়া তোর বুহে
খেলাইসনা কানামাছি ভো ভো আর কইসনা পারলে তুই মোরে ছো
কইসনা ধরতে মোরে পারবি না ছুইতে মোরে পারবি না
পারো যদি হেইলে মোরে ছো ছো ছো।।

ঢেহির হাগ তুলছি কত মোরা ব্যানে বিয়ালে
কাডা বহরি হিরছি কত মোরা দুহাইরয়া হালে
ছাবির ত্যানা পইরয়া কত মোরা গাঙ্গে ডুবাইছি
তালের ডোঙ্গা বাইয়া খুচইনে কত চিংগইর মাছ ধরছি
মোর মনের গাঙ্গে ভাডা লাগাইসনা ও বেদরদী ওগো
তোর নাহের নোলক দেবে সাক্ষী পিরিতের মোগো।।

টেংগা মাইক্কা দিছি তোর মাদার ফুল দিয়া
চাইলতা বানাইয়া খাওয়াইছি তোরে চুক্কা বড়ই দিয়া
ভুইল্লা গ্যাছো সবকিরে তোর কিছ্ছু মনে নাই
মানের মোহে হুনি তোর বাফে বিছরায় ঘর জামাই (তোর লইগ্গা)।

হাল হালুডি জুরছি বন্দক জমি ছাড়াইছি
ইরিচারা মুগ মুশুরি আনাজ হাগ লাগাইছি
নিজের নাম লেকমু রাইত্তা ইস্কুলে যাইতে আছি
ঢেউটিন দিয়া ছেডমোড একটা ঘর উডাইছি
ঘোমটা সরাইয়া দেক মুই আইছি তোর নাগর গো
এমন মর্দ্দ হারাও যদি তোর পোরবে কপাল হাচ্চইয়ো।।

কথাঃ বশিরুল হক বাদল
সুরঃ বশিরুল হক বাদল

https://www.youtube.com/watch?v=fM0sgaLbJ-s

পালকি চালাই মোর পালকি চালাই

পালকি চালাই মোরা পালকি চালাই সাত গেরামে যাই
বাপ দাদার কাম হরি মোগো করার কিছু নাই।।

মোরা হইলাম চাহর জাতি এইডাই মোগো কাম
ঠাডা ভাঙ্গা রৌদে পুইরয়া ঝরাই মাতার ঘাম
হার কাপাইন্না শীতেও টানি দেউতে নাই কামাই।।

কত নাইয়োর আনছি নিছি মোগো কপাল যেই হেই
মোগো ব্যাতার সাথী কেডা আছে কোম্মে গেলে হেরে পাই।

মোরা বউ লইয়া আই যহন দেহি কত মাতা মাতি
মোগো কপাল টুডা ফাডা কোন রহম বাচি ভাই।।

কথাঃ অসিত দাস
সুরঃ বশিরুল হক বাদল

কওছেন দেহি

C
কওছেন দেহি এহন মুই এল্লা এল্লা কি হরি
হাতদিন ধইরা মেবাই মোর উইড্ডা রইছে হউর বাড়ি।।

বাজানে হরে রাগারাগি মেবাইরে কয় আনতে
মেবাই মোরে কইয়া গেছে গরু ছাগল বানতে
আর কোলার কামে নামতে
মাজাই বড় আনাডা হরতে চায়না কোনোডা
হুদাহুদি হগল কামে মেবাইর লগে দেয় আড়ি।।

অল্প স্বল্প জাগাজমি চাকরীবাদা কেউর নাই
হাল-হালুডি ছাড়া মোগো নাইওে কোন ফাও কামাই
বেইন্না হালে কোলায় যাই হাউজ্জা কালে বারতে আই
হাতপাও ধুইয়া খাইয়া লইয়া অলগোস্তে হুইয়া পরি।।

ভাইড্যা হালে খাল হুগাইলে কান্দে লইয়া পোলো জাল
খালে বিলে মাছ ধরি মুই খইলশা ফাইলশা হৌল বোয়াল
ঢেহির হাগ আর কলইর ডাইল দায় ঠেইক্কা খাইছি কাইল
আইজগো যামু খুচইন লইয়া চিংগইর ধরমু এক হাড়ি।।

কথাঃ আ সত্তার চৌধুরী

https://www.youtube.com/watch?v=Jz5ndK1h2x4

বরিশালে জম্ম মোগো হেইলইগ্গা গর্বের সীমা নাই

বরিশালে জম্ম মোগো হেইলইগ্গা গর্বের সীমা নাই
মোগো দেশে যা যা ভাল হেইয়ার গান হুনাইয়া যাই।।

গউরনদীর দই ভালো চানপাশার ডাইল
মান পাশার কচু ভালো বানারি পাড়ার চাউল
মোগা দেশের আমরার খ্যাতি হক্কোল মুল্লুকেতে পাই।।

উজিরপুরের বটি ভাল ভোলার মইষা দই
আরো ভালো মোগো জেলার নলডোগ ধানের খই
গুইড্ডার সন্দেস ভোলার মর্মা হক্কোল সময় মোরা খাই।।

কুরিয়ানার গইয়া ভালো ঝালকাঠির গামছা
পান সুবারি মোগো ভালো হেইয়া কেডা জানেনা
বিলাতি গাব এই মাডিতে বেশী বেশী জম্মে ভাই।।

ইলশা নদীর ইলশা ভালো সরুপকাডীর কেলা
হক্কোল দিকের শোভা ভাল ভাই শস্য শ্যামলা
বালাম চাউল এই মাডিতে বেশী বেশী জম্মে ভাই।।

কথাঃ অসিত দাস
সুরঃ নরেন দাস

https://www.youtube.com/watch?v=ap98OdheYBI&t=39s

ঢং ঢংগা ঢং ঢং ঘন্টা বাজে ঢং কাশী বাজে টং

F

ঢং ঢংগা ঢং ঢং ঘন্টা বাজে ঢং কাশী বাজে টং
ময়ুর পঙ্খী ছুইট্টা চলে মনে লাগে রংরে মনে লাগে রং
দেলে লাগে রং ।।

চাঁদ বদনী মোহেরে দেকমু নাগো হাসি
ঠইগ্যা গেলে নৌকা বাইচে পরবে গলায় ফাসি
জাইত জাইবে মান জাইবে মোনের মানুষ মুক ঘুরাইয়া
কইবে মোগো সং ।।

আরে হেই লইগ্যা বৈডাহান মারো জোরে নওজোয়ান
জেতলে পামু ফুলের মালা নরোম হাতে খিললি পান।

সাব্বাস সাব্বাস রে এইতো গেছি আইয়া
সবার আগে ময়ুর পঙ্খি দ্যাহ সবাই চাইয়া
সবাইর মোহে আইল হাসি কেমনে বাজে ঘন্টা কাসি
বাজলো হ্যারা ঢং ।।

https://www.youtube.com/watch?v=7zYddme9Lh8

এই বরিশালের মাডিরে মুই দেলে দেলে রাহি

 C

এই বরিশালের মাডিরে মুই দেলে দেলে রাহি
আর কের্তনখোলা সুগন্ধিয়ার পারে পারে থাহি।।

এই মাডিতে জম্ম নেছে কত জ্ঞানী গুনী
চাহারেতে শেরে বাংলা ভাডাজোর অশ্বীনি
জীবনানন্দ মুকুন্দেরে ভালবাসায় ডাহি।।

ফুলশ্রীর বিজয় গুপ্ত ভেলার মোজাম্মেল
জারির রাজা আব্দুল গনি কাইরয়া নেছে দেল
এই মাডিতে জম্মনেছে নট্ট কোম্পানী
বাশীর রাজা পান্নালালের তুলনা নাই জানি
মানবেন্দ্র শহীদ আলতাফ যেন সুরের পাহি।।

শায়েস্তাবাদের সুফিয়া কামাল শংকর পাশার আহসান হাবিব
মানিক মিয়া কামিনী রায় ধন্য চন্দ্রদ্বীপ
বাকের খায়ের কির্তী কতা আছে হগল লেহা
এই মাডিতে বার আউলিয় দিছিল যে দেহা
সুজাবাদের কেল্লার গানে পরান ওডে গাহি।।

উলানিয়ার আব্দুল গাফফার শিল্পী মালেক খান
হুমায়ুর কবির আবুল হাসান গাইযে হ্যাগো গান
মিননাতের জম্মভুমি এইনা বরিশাল
মোরে বোলায় ব্যানে বিয়াল পাইত্তা রূপের জাল
এই শষ্য শ্যামল মাডির ধুলা মুই যে গায়ে মাহি।।

কথাঃ অসিত দাস
সুরঃ বশিরুল হক বাদল

https://www.youtube.com/watch?v=qyhi_07Ypag