Monday, February 5, 2018

তোরে দেকলে কইলজার ভিতরে

তোরে দেকলে কইলজার ভিতরে খাচুর খুচুর করে
আচুক্কা লাফাইয়া উডি স্বপ্নে দেকলে তোরে
ওরে ছেমরা তোর ভ্যাগ ভ্যাগ থামা আর জালাইসনা মোরে
গোঞ্জের হাডের মারোকসা তু্ই, চিনি চিনি তোরে।।


আষ্টচালা টিনের ঘরে থাকপি রানী হইয়া
দাসী বান্দী তোর সেবায় থাকপে রে খারাইয়া
আলতা ছোনো,  কাতান সারি সবই দিমু তোরে
ওজন মাইপ্পা সোনা দিমু, বিয়া করলে মোরে

জানি জানি মুরোদ রে তোর বাফের হোটেল ছাড়া
নাই ঠিকানা নাইরে কামকাইজ, রাস্তা দেও পাহাড়া
দিনে রাইতে ছাড়া নাইরে কোন কাম
ভাদাইম্মা তুই, হাঙ্গা গ্রামে করোযে আকাম।
যতই খোচা মারো, তোরে ভোলতে পারি নারে।।

মোর বাফে দেবে মোরে গেরস্তেরি ঘরে
ব্যানে বিয়ালে বাড়ির পাশে ঘোরে যে রায়বারে
কাম কাইজ কর শুরু মোরে যদি চাও
গেরস্তালি কাম কাইজ কইরয়া সোংসারি হও

তোর লইগ্গা সবই পারি দেহিস আইজগো দিয়া
বাড়িরর হগল কাম-কাইজ করমু আমি মন দিয়া
হাল চমু, ধান রুমু, খাডমু যে ব্যগার
টাহা জোমাইয়া তোর বাড়ি পাডামু রায়বার।
তুমিই আমার মনের মানুষ কতা দিলাম তোরে।।

তুমি আমার কইলজার টুকরা ভালোবাসি তোরে
তোরে ছাড়া এই দুন্নইতে মুই বাঁচমুনারে।।

কথা ও সুর: জহুরুল হাসানে সোহেল।
https://www.youtube.com/watch?v=mF5eavwzPZw

No comments:

Post a Comment