Monday, February 5, 2018

মোর উনি চাকরি হরে অপসোনিয়ারে

মোর উনি চাকরি হরে অপসোনিয়ারে
ব্যানে যায় আর বিয়ালে আয় সাইকেল দিয়া রে।।


বেইন্নাহালে উইট্টা মুই খোপ খোলতে যাই
ফ্যান দিয়া কুড়া মাইক্কা হাস মুরহারে খাওয়াই
উক্কি মাইরয়া দেহি হাসে ডিম পারছে নাহি রে।।


পান্তা ভাত আর টালা মরিচ দুইজনে খাই
উনি যায় সাইকেল লইয়া আমিও কামে যাই
মিল্লা মিসসা কামকাইজ করি মোগো এই সংসারে।।


বই টোহাই, দাউর টোহাই, কুড়াই গাছের পাতা
ছাবি পাইত্তা চিংগইর ধরি শিলাই নকশী খাতা
দোপাইক্কা চুলায় রান্দিবারি, সুহের নাই যে সীমা রে।।

কথা: জহুরুল হাসান সোহেল।

No comments:

Post a Comment