Saturday, September 24, 2016

কানামাছি ভো ভো

D#

ছোডকালে দিছিলি কতা মিলবি যৌবনে
যৌবনে আইয়া ঘোমডার মইদ্দে তুই রইলি কেমনে
ঘোমডা সরাইয়া মোর লগে মেল দিনের হলকে
নাইলে ঘোমডার আবডালে মোরে জড়া তোর বুহে
খেলাইসনা কানামাছি ভো ভো আর কইসনা পারলে তুই মোরে ছো
কইসনা ধরতে মোরে পারবি না ছুইতে মোরে পারবি না
পারো যদি হেইলে মোরে ছো ছো ছো।।

ঢেহির হাগ তুলছি কত মোরা ব্যানে বিয়ালে
কাডা বহরি হিরছি কত মোরা দুহাইরয়া হালে
ছাবির ত্যানা পইরয়া কত মোরা গাঙ্গে ডুবাইছি
তালের ডোঙ্গা বাইয়া খুচইনে কত চিংগইর মাছ ধরছি
মোর মনের গাঙ্গে ভাডা লাগাইসনা ও বেদরদী ওগো
তোর নাহের নোলক দেবে সাক্ষী পিরিতের মোগো।।

টেংগা মাইক্কা দিছি তোর মাদার ফুল দিয়া
চাইলতা বানাইয়া খাওয়াইছি তোরে চুক্কা বড়ই দিয়া
ভুইল্লা গ্যাছো সবকিরে তোর কিছ্ছু মনে নাই
মানের মোহে হুনি তোর বাফে বিছরায় ঘর জামাই (তোর লইগ্গা)।

হাল হালুডি জুরছি বন্দক জমি ছাড়াইছি
ইরিচারা মুগ মুশুরি আনাজ হাগ লাগাইছি
নিজের নাম লেকমু রাইত্তা ইস্কুলে যাইতে আছি
ঢেউটিন দিয়া ছেডমোড একটা ঘর উডাইছি
ঘোমটা সরাইয়া দেক মুই আইছি তোর নাগর গো
এমন মর্দ্দ হারাও যদি তোর পোরবে কপাল হাচ্চইয়ো।।

কথাঃ বশিরুল হক বাদল
সুরঃ বশিরুল হক বাদল

https://www.youtube.com/watch?v=fM0sgaLbJ-s

No comments:

Post a Comment