Saturday, September 24, 2016

কের্তনখোলা আইতে যাইতে F

F
কের্তনখোলা আইতে যাইতে চারিদিহে বিল খাল
আলহে নাম চন্দ্রদ্বীপ হইছে এহন বরিশাল
বরিশালের মানু মোরা কেউর আগে পিছে নাই
বাপ দাদার ভুই জমি মোরা চইয়া রুইয়া খাই
মোগা কোন কিছুর অভাব নাই মোরা কেউর
আগে পিছে নাই।।

ঝর তুফানের লীলাভুমি মোগো বরিশাল
তবু দেলে দেলে বুনি মোরা প্রেম পিরিতির জাল
কেউর তাবেদারির ধার ধারিনা মোরা
নিজের মনে মনে রই।।

হাজের কালে কামের শ্যাষে চলে গপ্প পুতি জারি
হোম্মে লইয়া ডাবরে হাদা পান চুন সুবারি
চলে গান গুনাইবিবি আরো চলে রয়ানী কের্তন।

মোগো জেলার মাইয়া সুন্দর পোলা সুন্দর  ভাই
হেই লইগ্গা রায়বার পাডায় হগোল জেলার মানে
মোগো লগে পাতাইতে বেয়াই
হতিনের ঘর করেনা মোগো বুইনেরা
আর মোরও থাহিনা কেউর ঘরজামাই।।

কথাঃ বশিরুল হক বাদল
সুরঃ বশিরুল হক বাদল

No comments:

Post a Comment