Saturday, September 24, 2016

মোরা নদীর দ্যাশের

মোরা নদীর দ্যাশের মানু ভাইরে নদীর ই গান গাই
মোগা মত এত নদী কোন জেলায় নাই।।

আইতে নদী যাইতে নদী এইনা বরিশাল
ঢেউয়ে ঢেউয়ে কের্তন খোলা যায় হুনাইয়া গান
বিষখালি আর তেতুলিয়া মোগো গর্ব ভাই।।

কিযে মিডা নাম পায়রা পান্ডব ইলশা সুগন্ধা
আরে পরান রে কই ও পরানডা নদী হইয়া যা।

জীবন নদী পরান নদী এইডা বুজজি সার
হাজার নদীর লাই¹া মোরা শশ্যেরই ভান্ডার
ধানশিড়ি আর কাজল নদীর রুপেতে হাড়াই।।

কথাঃ অসিত দাস
সুরঃ বশিরুল হক বাদল

No comments:

Post a Comment