Saturday, September 24, 2016

পালকি চালাই মোর পালকি চালাই

পালকি চালাই মোরা পালকি চালাই সাত গেরামে যাই
বাপ দাদার কাম হরি মোগো করার কিছু নাই।।

মোরা হইলাম চাহর জাতি এইডাই মোগো কাম
ঠাডা ভাঙ্গা রৌদে পুইরয়া ঝরাই মাতার ঘাম
হার কাপাইন্না শীতেও টানি দেউতে নাই কামাই।।

কত নাইয়োর আনছি নিছি মোগো কপাল যেই হেই
মোগো ব্যাতার সাথী কেডা আছে কোম্মে গেলে হেরে পাই।

মোরা বউ লইয়া আই যহন দেহি কত মাতা মাতি
মোগো কপাল টুডা ফাডা কোন রহম বাচি ভাই।।

কথাঃ অসিত দাস
সুরঃ বশিরুল হক বাদল

No comments:

Post a Comment