Saturday, September 24, 2016

এই বরিশালের মাডিরে মুই দেলে দেলে রাহি

 C

এই বরিশালের মাডিরে মুই দেলে দেলে রাহি
আর কের্তনখোলা সুগন্ধিয়ার পারে পারে থাহি।।

এই মাডিতে জম্ম নেছে কত জ্ঞানী গুনী
চাহারেতে শেরে বাংলা ভাডাজোর অশ্বীনি
জীবনানন্দ মুকুন্দেরে ভালবাসায় ডাহি।।

ফুলশ্রীর বিজয় গুপ্ত ভেলার মোজাম্মেল
জারির রাজা আব্দুল গনি কাইরয়া নেছে দেল
এই মাডিতে জম্মনেছে নট্ট কোম্পানী
বাশীর রাজা পান্নালালের তুলনা নাই জানি
মানবেন্দ্র শহীদ আলতাফ যেন সুরের পাহি।।

শায়েস্তাবাদের সুফিয়া কামাল শংকর পাশার আহসান হাবিব
মানিক মিয়া কামিনী রায় ধন্য চন্দ্রদ্বীপ
বাকের খায়ের কির্তী কতা আছে হগল লেহা
এই মাডিতে বার আউলিয় দিছিল যে দেহা
সুজাবাদের কেল্লার গানে পরান ওডে গাহি।।

উলানিয়ার আব্দুল গাফফার শিল্পী মালেক খান
হুমায়ুর কবির আবুল হাসান গাইযে হ্যাগো গান
মিননাতের জম্মভুমি এইনা বরিশাল
মোরে বোলায় ব্যানে বিয়াল পাইত্তা রূপের জাল
এই শষ্য শ্যামল মাডির ধুলা মুই যে গায়ে মাহি।।

কথাঃ অসিত দাস
সুরঃ বশিরুল হক বাদল

https://www.youtube.com/watch?v=qyhi_07Ypag

No comments:

Post a Comment