Saturday, September 24, 2016

ভাবীসাপ কইছে মোরো বিয়া হরাইবে

D#

ভাবীসাপ কইছে মোরো বিয়া হরাইবে
সোনার বরন আনবে মাইয়া হলক বোলে ছড়াইবে।।

আ-- ম্ইু বিয়া হরমু না কইছি হ্যারে ঠিক
যদি না দেয় মাইয়ার বাফে ঘরি টিক টিক
আর টাহা নগদ দশ হাজার মোনা দানা গলার হার
ছাতি লাডি রেডিও আর মোরে দেওয়া লাগবে টেপ রেকর্ডার
মাইয়ার রূপে ভরবে না মোন এইগুলায় ভরবে।।

মোর আর কিছু চাওয়ার নাই কোর্তা পেরন ল্যাপ তোষক
খাট পালং আর টিনের বাস্ক আওয়া যাওয়ার ভাড়া ভাই
এইগুলাতো এমনেই পাই।

আ-- ম্ইায়ার চুলে মেঘের রং আর ঠোডের হাসি মধু
এইসব কতা কইয়া ভুলায় পাইছে মোরে গেদু
মোর কতা ছাপ ছাপ হইবেনা একটুও মাপ
এহোনো  বাহি রইছে মোর জোতার মাপ
এর কোমে বিয়া হরলে ইজ্জাত থাহে না
আসল কতা মাইয়া মোর পছন্দ হয়না
দেনা পাওনায় হরলে দেরী তারিখ খালি ঘোরবে।।

কথাঃ অসিত দাস
সুরঃ বশিরুল হক বাদল

No comments:

Post a Comment