Saturday, September 24, 2016

হাজো মাইয়া হাজো গো

হাজো মাইয়া হাজো গো বিয়ার হাজন হাজো গো
আইতে আছে পালহি লইয়া ভিনদ্যাশের নাগর গো।।

কাচা হলদি মাহো মাইয়া সোনার এই অঙ্গে
হাতের তারা রঙ্গিন হরো মুন্দির রোঙ্গে
কাজল লতার কালি পর চান্দের নাহান খোপা হর
তোমার জামাই কইবে দেইখ্যা কি সুন্দার বাহার গো।।

কাইন্দো না কাইন্দো না কন্যা হউর বাড়ি যাও
স্বামীর আদরেতে থাইক্কো দোয়া চাইয়া লও।

হাতে পর বালা চুড়ি নোলক পর নাহেতে
গলায় পর আসলি হার গো দুল পর কানেতে
মাজায় বিছা পায়ে মল অঙ্গ হইবো ঝলমল
তোমার মর্দ কইবে কইবে দেইখ্যা কি সুন্দার দেহায় গো।।

কথাঃ পংকজ কর্মকার
সুরঃ বশিরুল হক বাদল

No comments:

Post a Comment