Saturday, September 24, 2016

মোগো ভালবাসার রোং লাগজে

মোগো ভালবাসার রোং লাগজে দেক তোর গায়
হেই লইগ্গা তোরে এত সুন্দার দেহায়
ঘসলে সাবানে ওডেনা এ রোং ওডে না ছোডায়
বেশী ডলাডলি হরলে এ রোং আরো পোক্ত হয়।।

উপরআলায়  হাতে সময় লইয়া বানাইছে কি সুন্দার তোরে
হেই লইগ্গা চান সুরুজ ও মারছে হার তোর রূপের ধারে
মোগো দেলের রং মুন্দিতে দেক পিষসা হরছি লাল
হেই রোঙ্গে তোর রুপের মহল হইছে রং মহল
ওরে পিরিতের এ রোং ওডেনা হাডে
আরে বিয়ায় না টাহায়।।

হায় রঙ্গিলা তোর রুপের ছটায় দিওয়ানা কত নাগর রে
লাগজে এ রং ধোপার গায় ধোপায় বিছরায় এহন ধোপিরে
ওরে রংধনুর রং এ নাই এ রং দোলের রং এ নাই
ফালগুনের মেলা যে মোনে রং এর হোম্মে ঠাহর পাই
ওরে গুন জ্ঞান প্রেমে রাঙে যে মন
এ রোং মেলে হেই জায়গায়।।

কথাঃ বশিরুল হক বাদল
সুরঃ বশিরুল হক বাদল

No comments:

Post a Comment